ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে বিএনপি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে বিএনপি নেতা আটক ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের মোবারক ইউনিয়ন বিএনপি নেতা ও অন্তত ৮ মামলার পলাতক আসামি  নজরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১১ জুলাই) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।



শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের সাবেক যুবদল সম্পাদক এবং বর্তমানে বিএনপির ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক তিনি।

নজরুল ইসলাম মোবারকপুর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মঈনুল ইসলাম জানান, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি নজরুলকে অনেকদিন ধরে খুঁজছিল পুলিশ। তিনি বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে কানসাটে পুলিশের ওপর হামলা, গাড়ি পোড়ানোসহ নাশকতার অন্তত ৮টি মামলা রয়েছে শিবগঞ্জ থানায়।

গ্রেফতার নজরুল ইসলাম তার দলের ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করেন মোবারকপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. তৌহিদুর রহমান মিয়া।  

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।