ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত মো. জাকারিয়া হারুন

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হারুনকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড.উম্মে আফসারী জহুরা উপজেলা চেয়ারম্যানের কাছে সাময়িক বরখাস্তের এ চিঠি হস্তান্তর করেন।

উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন এ খবর নিশ্চিত করেন।

সূত্র জানায়, ২০১৩ সালের ২৪ নভেম্বর মুক্তাগাছা থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে (মামলা নং-২৪) উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (সংশোধন আইন ২০১১) এর ১৩ খ ধারার (১) উপধারা অনুযায়ী  তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জনস্বার্থে প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার কর্তৃক গত ৩০ জুন স্বাক্ষরিত চিঠি মুলে এ তথ্য জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. উম্মে আফসারী জহুরা বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, ৩০ জুন চিঠি ইস্যু করা হলেও আমাদের কাছে পৌঁছতে বিলম্ব হয়েছে। নিয়মানুযায়ী উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়া শরীফ ১ম প্যানেল চেয়ারম্যান হিসেবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা জুলাই ১২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।