ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

১২ নারী সদস্য গ্রেফতারে জামায়াতের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
১২ নারী সদস্য গ্রেফতারে জামায়াতের নিন্দা

ঢাকা: রাজধানীর সেগুনবাগিচা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ নারী সদস্যকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
 
রোববার (১২ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।


 
বিবৃতিতে তিনি বলেন, পবিত্র রমজান মাসে পর্দানসীন নারীরা রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে মিলিত হয়েছিলেন। এ ধরনের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে পুলিশ ১২ রোজাদার নারীকে গ্রেফতার করেছে। এভাবে গ্রেফতার ও হয়রানি করা মানবাধিকার ও ধর্মীয় অধিকারের চরম পরিপন্থী। আমি এমন ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে অবিলম্বে গ্রেফতারকৃত মহিলাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘন্টা, জুলাই ১২,২০১৫
এলকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।