ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াতের ১০ নারী কর্মী কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
জামায়াতের ১০ নারী কর্মী কারাগারে

ঢাকা: সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার জামায়াতের ১০ নারী কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ।



অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক আসামিদের জামিনের আবেদন করে তা শুনানির জন্য মঙ্গলবার (১৪ জুলাই) দিন ধার্য করার আবেদন করেন।  

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তসরুজ্জামান আবেদন মঞ্জুর করে মঙ্গলবার জামিন শুনানির জন্য দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করেন।

আসামিরা হলেন- কামরুন্নেচ্ছা, মোনা ইয়াসমিন, জাকিয়া সরোয়ার, ফিরোজা হক, সামছুন্নাহার, শাহানা বেগম, আয়েশা সিদ্দিকী, লুৎফা বেগম, রাজিয়া খানম ও আঁখি আক্তার।

গত রোববার (১২ জুলাই) রাজধানীর রমনা মডেল থানাধীন সেগুনবাগিচার একটি বাসা থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।