ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার শ্যামপুর যুবদল সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার শ্যামপুর যুবদল সভাপতি প্রতীকী

ঢাকা: চাঁদাবাজির অভিযোগে শ্যামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন ওরফে আমলগীর মেম্বারকে  গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দুপুর দুইটার দিকে শ্যামপুর শিল্প এলাকায় অডিযান চালিয়ে কদমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।



এর আগে  সকাল সাড়ে ১১ টার দিকে আলমগীর হোসেন তার সহযোগীদের নিয়ে শিল্প এলাকার ইমান ডাইং কারখানায় গিয়ে ম্যানেজার শাহীন আহমেদ এর কাছে  ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আলমগীর কারখানার কর্মচারীদের মারপিট করেন।

এক  ঘণ্টার মধ্যে দাবিকৃত চাঁদা না দিলে কারখানা বন্ধ করে দেওয়াসহ ম্যানেজার শাহীনকে তুলে নেওয়ার হুমকি দেন তিনি।

ম্যানেজার শাহীন বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী ডিভিশনের উপ কমিশনারকে (ডিসি) জানালে ডিসির নির্দেশে কদমতলী থানা পুলিশ  আলমগীরকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ইমান ডাইংয়ের  ম্যানেজার শাহীন আহমেদ বলেন, আলমগীরকে চাঁদা না দেওয়ায় তিনি শ্রমিকদের মারধর করেন এবং আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। আমি পুলিশকে  অবহিত করার পর কদমতলী থানার ওসি আমাকে জানিয়েছেন তারা আলমগীরকে গ্রেফতার করেছেন। বর্তমানে থানায় মামলার প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।