ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

এদেশের দুঃখী মানুষের কপাল খোলেনি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এদেশের দুঃখী মানুষের কপাল খোলেনি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান

ঢাকা: টাউট-টেন্ডলদের ভাগ্যের পরিবর্তন হলেও দুঃখী মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

সোমবার (১৩ জুলাই) জাগপার পল্টন অস্থায়ী কার্যালয়ে মেধাবী ছাত্র মারুফুজ্জামান স্বরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।



শোক সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল গণতান্ত্রিক পাটি জাগপা।

শফিউল আলম প্রধান বলেন,  আওয়ামী লীগের শাসনামলে দেশের অর্থনীতির হাল হকিকত কি? ময়মনসিংহে ২৭জন দরিদ্র নর-নারীর মৃত্যু তামাম দুনিয়াকে জামান দিয়েছে। মানুষের জীবন-জীবিকার হাল কি হলে দেড়শ টাকার যাকাতের কাপড়ের জন্য মানুষ মৃত্যুকেও অবহেলা করতে পারে। সুতরাং শেখ হাসিনা যাই বলুক না কেন সরকারি টাউট- টেন্ডলদের ভাগ্য ফিরলেও দুঃখী মানুষের কপাল খুলেনি।

তিনি বলেন, মানুষ বেঁচে  থাকার তাগিদে এখন মাটি ছেড়ে সাগরে ভাসতে শুরু করেছে। সুইস ব্যাংকে কাদের হাজার হাজার কোটি টাকা? কারা এ রক্ত চোষার দল? দেশবাসী তা জানে। এদের রুখতেই হবে।

যুব জাগপার সভাপতি আলহাজ্ব ফাইজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিনের পরিচালনায়  আয়োজিত শোক সভায় উপস্থিত ছিলেন- জাগপা কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন বাবলু, মাস্টার এম.এ ,মান্নান,  সৈয়দ শফিকুল ইসলাম, অ্যাড. মুজিবুর রহমান, নগর জাগপা সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু, নগর যুব জাগপা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফেরদৌস, জাগপা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ হাসান, দফতর সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।