ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

গোয়ালন্দ ছাত্রলীগ সহ-সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
গোয়ালন্দ ছাত্রলীগ সহ-সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেনকে (২৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশকে (২৬) আটক করেছে পুলিশ।



সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ সড়কে এ হত্যাকাণ্ড চালানো হয়।

নিহত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেওটিল গ্রামের ইসমাইল হোসেন মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালন্দ বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। কামরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
 
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্ল্যাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। এ ব্যাপারে আকাশ নামে একজনকে আটক করা হয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকারীদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।