ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা

এমপি রানার দুই সপ্তাহের আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এমপি রানার দুই সপ্তাহের আগাম জামিন

ঢাক: মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানাকে দুই সপ্তাহের আগাম জামিন দিয়েছেন  হাইকোর্ট। একই সঙ্গে ওই সময়ের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।



মঙ্গলবার (১৪ জুলাই) বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহ’র এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার (১২ জুলাই) আদালতে রানার জামিনের অাবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ। ওইদিন এমপি আমানুর রহমান খান রানাকে হয়রানি না করার নির্দেশ দিয়ে মঙ্গলবার জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট।

এ মামলায় এমপি রানা ও তার ভাই সাঈদুর রহমানের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

গত বছরের ১৮ই জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পরে এমপি রানা ও তার ভাই সাঈদুর রহমানকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এজেডকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।