ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
দিনাজপুরে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

দিনাজপুর: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



জেলা ছাত্রদলের সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুলের নেতৃত্বে শহরের মুন্সিপাড়া থেকে মিছিল শুরু হয়ে নিমতলা ও গণেশতলা হয়ে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ‍বক্তারা সারাদেশে তাদের নেতাকর্মীদের সরকারি জুলুমের প্রতিবাদ ‍জানান ও রাজিব আহসানের মুক্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।