ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

রাজন হত্যার বিচার চাইলেন সুরঞ্জিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
রাজন হত্যার বিচার চাইলেন সুরঞ্জিত সুরঞ্জিত সেনগুপ্ত

ঢাকা: সিলেটের শিশু রাজন হত্যায় দোষীদের বিচার চাইলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, এ ধরনের ঘটনা মানসিক বিকৃতি।

এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের অডিটরিয়ামে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, শিশু বা মানুষকে পিটিয়ে হত্যা বা খুন করার ঘটনা হচ্ছে বিকৃতি, মানসিক বিকৃতি। অপরাধ জগতের একটি বিকৃত রূপ।

এ সময় তিনি সৌদি আরব থেকে শিশু হত্যার মূল হোতা কামরুলকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

তিনি বলেন, শিশু ও মানুষকে পিটিয়ে হত্যা বা খুন করার বিষয়টি হচ্ছে জাতীয় বিকৃতি। জাতীয়ভাবে মানসিক বিকৃতি। অপরাধ জগতের একটি বিকৃত রূপ। এ ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে। সুচিন্তিতভাবে এ বিকৃত রূপ থেকে মুক্ত করতে হবে।

আওয়ামী লীগের এ নেতা সৈয়দ আশরাফুল ইসলামকে ফের মন্ত্রিসভায় ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমার জীবনে সবোচ্চ নির্বাহী ক্ষমতার অনেককেই দেখেছি। কিন্তু শেখ হাসিনার মতো শক্তিশালী ও প্রজ্ঞা সম্পন্ন কাউকে দেখিনি। সৈয়দ আশরাফের মন্ত্রিত্ব ফিরে পাওয়া স্বস্তিদায়ক এবং এতে দেশের মানুষও প্রধানমন্ত্রীকে প্রশংসার চোখে দেখছে।

নারায়ণ দেবনাথের সভাপতিত্বে ঢাকার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এমইউএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।