ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে খালেদার শোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বগুড়া জেলা শাখার প্রবীণ নেতা ও জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (১৯ জুলাই) দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনের পাঠানো এক বার্তায় তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন।



বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, অ্যাডভোকেট আনিসুর রহমান বগুড়া জেলা বিএনপিকে সুসংগঠিত এবং অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে বগুড়া জেলা বিএনপি একজন দক্ষ, কর্মনিষ্ঠ ও জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।

খালেদা জিয়া বলেন, জিয়‍াউর রহমান প্রবর্তিত রাজনীতির ধারাকে সমুন্নত রাখতে আনিসুর রহমান যে নিরলস পরিশ্রম করেছেন, তা বগুড়াবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া, আইন পেশায়ও তার বিচক্ষণতা ও ন্যায়পরায়ণতা এলাকায় সর্বজনবিদিত।

বার্তায় আনিসুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবার, স্বজন, গুণগ্রাহী ও শুভানুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন।

দীর্ঘদিন রোগ ভোগের পর রোববার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন আনিসুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।