ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ নতুন কমিটির নেতাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
ছাত্রলীগ নতুন কমিটির নেতাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতারা।

সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তারা ছাত্রলীগের সদ্যবিদায়ী কমিটির নেতাদের নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।



এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিদায়ী কমিটির সভাপতি বদিউজ্জমান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ‍আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এসএ/আরএম

** ছাত্রলীগের নতুন সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক জাকির

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।