ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় খেতমজুর ও কৃষক ফ্রন্টের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
বগুড়ায় খেতমজুর ও কৃষক ফ্রন্টের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: খেতমজুর ও শ্রমজীবীদের কাজ, খাদ্য এবং সেনাবাহিনী নির্ধারিত মূল্যে রেশন সরবরাহের দাবিতে বগুড়ায় সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে শহরের সাতমাথা থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


 
পরে মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে বাসদ (মার্কসবাদী) জেলা শাখার সমন্বয়ক কমরেড সামসুল আলম দুদুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে খেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলার সংগঠক আমিনুল ইসলাম, আব্দুল হাই, আব্দুস সামাদ, ছাত্র ফ্রন্টের জেলার সভাপতি শীতল সাহা, নারী মুক্তি কেন্দ্রের জেলা সংগঠক নূরজাহান রেখা প্রমুখ বক্তব্য রাখেন।
 
এ সময় দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়।
  
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।