ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

হোসাইন ও আহসানের মুক্তি দাবি কেন্দ্রীয় যুবদলের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
হোসাইন ও আহসানের মুক্তি দাবি কেন্দ্রীয় যুবদলের

ঢাকা: সিলেট জেলা যুবদল নেতা হোসাইন আহমেদ রুহুল ও আহসান আলীর মুক্তির দাবি জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।

সোমবার (২৭ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব।



বিবৃতিতে তারা বলেন, যুবদল নেতা রুহুল এবং আহসান সৎ ও নিষ্ঠাবান নেতা। অথচ তাদেরকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক করে রাখা হয়েছে। আমরা তাদের অবিলম্বের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।