ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল নেতাদের গ্রেফতারে নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
ছাত্রদল নেতাদের গ্রেফতারে নিন্দা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পিরোজপুরে ছাত্রদল নেতাদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে অবিলম্বে গ্রেফতার নেতাদের মুক্তি দাবি করেছেন তারা।



সোমবার (২৭ জুলাই) বিকেলে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান  এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

এতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাকির হোসেনকে কাশিমপুর জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এছাড়া পিরোজপুর জেলা ছাত্রদলের সদস্য ও স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মৃধা এবং মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিল্টন হোসেনকে কোনো কারণ ছাড়াই  গ্রেফতার করেছে পুলিশ।
 
অবিলম্বে গ্রেফতার নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করে ছাত্রদল নেতারা বলেন, আমরা সরকারের প্রতি বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অব্যাহত জুলুম নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছি।

এদিকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
 
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।