ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়া মীর জাফর ও ঠাণ্ডা মাথার খুনি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
জিয়া মীর জাফর ও ঠাণ্ডা মাথার খুনি ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মীরজাফর ও ঠাণ্ডা মাথার খুনি হিসেবে অাখ্যায়িত করলেন জাসদ নেতারা।

সোমবার বিকেলে গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে ‘শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম’ স্মরণে আলোচনা সভায় এ কথা বলেন তারা।



এতে সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল এমপি। প্রধান আলোচক ছিলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ঠাণ্ডা মাথায় কর্নেল তাহের সহ অন্যান্য নেতাকর্মীদের খুন করেন। শুধু খুন করেই ক্ষান্ত হননি, জাসদের অন্যান্য নেতাকর্মীদের গ্রেফতার করেন এবং সেনা সদস্যদের হত্যা করে ক্যান্টনমেন্টকে কসাইখানায় রূপান্তর করেন। আদালতও পরবর্তীতে জিয়াকে ঠান্ডা মাথার খুনি হিসেবে আখ্যায়িত করেছে।

আগুন সন্ত্রাসের কারণে খালেদা জিয়ার বিচারের দাবি জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, জিয়ার মতই খালেদা জিয়া বিরোধী রাজনীতিকদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত আছেন। ৭৫ এর ১৫ আগস্টের হত্যা, কর্নেল তাহের হত্যা এবং ২১শে আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাথা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, যুগ্ম সম্পাদক মো. খালেদ সহসভাপতি অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আখতার প্রমুখ।

এ সময় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারের রায় অবিলম্বে কার্যকর সহ স্বাধীনতাবিরোধী সংগঠন হিসেবে জামায়াতের নিষিদ্ধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।