ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

কমরেড অমল সেন জন্ম শতবর্ষের সমাপনী নড়াইলে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
কমরেড অমল সেন জন্ম শতবর্ষের সমাপনী নড়াইলে কমরেড অমল সেন

ঢাকা: মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের জন্ম শতবর্ষে বছরব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (২৮ জুলাই) নড়াইলে অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ওইদিন বিকেল ৪টায় নড়াইল শিল্পকলা একোডেমি মিলনায়তনে ‘জনগণের বিকল্প শক্তি’ শীর্ষক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন।

আলোচনায় অংশ নেবেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য কমরেড বিমল বিশ্বাস, নূরুল হাসান, কমরেড ইকবাল কবির জাহিদ, কমরেড কামরুল আহসান, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ প্রমুখ।

১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইলের আউড়িয়ায় জন্ম নেওয়া কমরেড অমল সেন ২০১৩ সালের ১৭ জানুয়ারি ঢাকায় মারা যান।
 
এর আগে অমল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে ২০১৪ সালের ১৯ জুলাই ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার মধ্য দিয়ে বছরব্যাপী কর্মসূচির শুরু হয়।

৮ আগস্ট জাতীয় প্রেসক্লাবে ‘অমল সেন স্মারকগ্রন্থে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।