ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

মঠবাড়িয়ায় বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
মঠবাড়িয়ায় বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে ছবি : প্রতীকী

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আসামিরা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. গোলাম কিবরিয়া আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।



আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক বাদল ও উপজেলা ছাত্রদলের সভাপতি জসীম উদ্দিন ফরাজী।

মামলা সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি মঠবাড়িয়া পৌর শহরের পিরোজপুর বাসস্ট্যান্ডে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ফজলুল হক মনি বাদী হয়ে বিএনপির ৫৪ নেতাকর্মীকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন।

মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) রথীন্দ্রনাথ বিশ্বাস মামলার তদন্ত শেষে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।