ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ফখরুলসহ বিএনপির ২৬ নেতাকর্মীর চার্জ শুনানি ২৬ আগস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
ফখরুলসহ বিএনপির ২৬ নেতাকর্মীর চার্জ শুনানি ২৬ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ২৬ আগস্ট দিন পুনর্নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন ধার্য ছিল।

তবে মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া তা পিছিয়ে দেন।

মির্জা ফখরুল অসুস্থ এবং চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন উল্লেখ করে চার্জ শুনানি পেছানোর আবেদন জানান তার আইনজীবী।

মির্জা ফখরুল ছাড়াও এ মামলার আসামি রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ আরও ২১ নেতাকর্মী।  

২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এ মামলাটি করে পুলিশ।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে ঘটনার পরদিন ৩ মার্চ এ মামলা করেন।

ঘটনাটি তদন্ত করে ২০১৩ সালের ২৬ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এমআই/এমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।