ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতার দুই মামলা

রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ রহুল কবির রিজভী

ঢাকা: রাজধানীর মতিঝিল থানায় দায়ের হওয়া নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভীকে ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

জিজ্ঞাসাবাদের প্রয়োজনে মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ২ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।



মঙ্গলবার (২৮ জুলাই) রিমান্ড শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সামছুল আরেফীন এই আদেশ দেন।

এ সময় তার জামিনের আবেদন নাকচ করে দেন আদালত। শুনানি শেষে রিজভীকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৬ জুলাই মামলা দুটিতে ১০ দিন করে ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল মতিঝিল থানা পুলিশ।

জামিন শুনানিতে ‍অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকীসহ বিএনপিপন্থি আইনজীবীরা।

মামলা দুটির মধ্যে একটি গত ৮ জানুয়ারি রাজধানীর টয়েনবী সার্কুলার রোডের বেসিক ব্যাংক টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নি-সংযোগের ঘটনায় দায়ের করা হয়।

আর ১৯ জানুয়ারি মতিঝিল থানার ওয়াপদা অডিটোরিয়ামের সামনের রাস্তায় বাসে অগ্নি-সংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক আরেকটি মামলা করে পুলিশ।

রিজভীর অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বাংলানিউজকে জানান, রিজভী মামলা দুটির এজাহারনামীয় আসামি নন। তাকে মামলাটিতে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছিল।

এ মামলা দুটিসহ রিজভী আহমেদের বিরুদ্ধে প্রায় ৪০টি মামলা রয়েছে বলে জানান তিনি।

চলতি বছর ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।