ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

এপিজে আবদুল কালামের মৃত্যুতে কাজী জাফরের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এপিজে আবদুল কালামের মৃত্যুতে কাজী জাফরের শোক ২০১৪ সালের ১৮ অক্টোবর ঢাকায় তোলা। ছবি: নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত বিজ্ঞানী এপিজে আবদুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এক বিবৃতিতে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী এপিজে আবদুল কালামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।



কাজী জাফর বলেন, এপিজে আবদুল কালাম নীতির প্রশ্নে ছিলেন আপোষহীন এবং ছিলেন সৎ, নিবেদিত প্রাণ ও স্পষ্ট বক্তা। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রূহের মাগফেরাত কামনা করছি। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।