ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা রাজা চৌধুরীর মৃত্যুতে খালেদার শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বিএনপি নেতা রাজা চৌধুরীর মৃত্যুতে খালেদার শোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ইয়াহিয়া রাজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, মরহুম রাজা চৌধুরী সিলেট মহানগর বিএনপিকে গুছিয়ে তোলা এবং অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তার মৃত্যুতে সিলেট মহানগর বিএনপি একজন দক্ষ, কর্মনিষ্ঠ ও সাবেক প্রেসিডেন্ট জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।

খালেদা জিয়া বলেন, জিয়ার আদর্শ ধারাকে বজায় রেখে তিনি যে নিরলস পরিশ্রম করে গেছেন তা সিলেট মহানগর বিএনপির প্রত্যেক নেতা-কর্মীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিএনপি প্রধান মরহুম ইয়াহিয়া রাজা চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।