ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাট কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
জয়পুরহাট কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

জয়পুরহাট: প্রায় ১০ বছর পর জয়পুরহাট জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন জেলা পরিষদ মিলনায়তনে (টাউন হলে) অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার দিনের প্রথমার্ধে সম্মেলন উদ্বোধন করেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন।



এ সময় জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মোতাহার হোসেন মোল্লা।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ. লতিফ তারিন, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাখায়াত হোসেন সুইট, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম সোলায়মান আলী।

সম্মেলনের শেষ পর্বে বিকেলে অ্যাডভোকেট ফিরোজা চৌধূরীকে সভাপতি ও জালাল সরকারকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।