ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা ভুল বুঝতে পেরেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
খালেদা ভুল বুঝতে পেরেছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নির্বাচনে অংশ না নেওয়া ভুল ছিল। খালেদা জিয়া সে ভুল বুঝতে পেরেছেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।



তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে যাওয়ার বিষয় উল্লেখ করে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় নড়াইলে অমল সেন জন্মশতবর্ষ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচন ২০১৯ সালে হবে। আর সে নির্বাচনে বিএনপিকে আসতে হলে অবশ্যই জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ করতে হবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড বিমল বিশ্বাস, কমরেড নূরুল হাসান, কমরেড ইকবাল করীর জাহিদ, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ, কমরেড মনোজ কুমার সাহা, আমিনুল ইসলাম গোলাপ, সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানসহ জাতীয় ও স্থানীয় নেতারা।
 
পরে, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৪ সালের ১৯ জুলাই ঢাকার তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে ও নড়াইলে একই সময়ে বিপ্লবী নেতার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় বছরব্যাপী অমল সেন জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্থানে উদযাপন শেষে মঙ্গলবার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো বছর ব্যাপী অনুষ্ঠান।
 
২০০৩ সালের ১৭ জানুয়ারি বিপ্লবী অমল সেন ঢাকার একটি কমিউনিটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় এগারোখানের বাকড়ী গ্রামে তাকে সমাধিস্থ করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।