ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

চারঘাটে জেলা জামায়াত সেক্রেটারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
চারঘাটে জেলা জামায়াত সেক্রেটারি আটক

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় নাশকতা পরিকল্পনার সন্দেহে পূর্ব জেলা জামায়াতের সেক্রেটারি মাইনুল হোসাইনকে (৩২) আটক করেছে পুলিশ।

আটক মাইনুল হোসাইন উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের আবদুল মাজেদ প্রামানিকের ছেলে।



বুধবার (২৯ জুলাই) ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রায়কে কেন্দ্র করে জামায়াত নেতা মাইনুল চারঘাটে নাশকতার পরিকল্পনা করছিলেন, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দুপুরে তাকে (মাইনুল হোসাইন) আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।