ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

মামলা থেকে বাঁচতে দর কষাকষিতে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
মামলা থেকে বাঁচতে দর কষাকষিতে বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়া ও তারেক রহমানকে মামলা থেকে বাঁচাতে বিএনপি নির্বাচনের দর কষাকষিতে নেমেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দৈনিক তথ্য দর্পণ’ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তারেক ও খালেদা জিয়ার কিছু মামলা চলমান। কিছু মামলা নিষ্পত্তি ও কিছু মামলা সচল হচ্ছে। আবার কিছু মামলা আছে স্পর্শকাতর। এসব মামলা থেকে নিজে (খালেদা জিয়া) ও তারেক রহমানকে বাঁচাতে নির্বাচনের বিষয়টি সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

মামলা থেকে বাঁচতে নির্বাচনের কোনো দর কষাকষি হতে পারে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

ইনু বলেন, সাম্প্রতিক সময়ে নিবার্চনের কথা বলা বিএনপি’র একটি নতুন চাল। বিএনপি আবারও সেটা প্রমাণ করেছে। নির্বাচন আইনানুগভাবে ২০১৯ সালেই হবে।

বিএনপিকে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অতীতে বিএনপি নেতারা ও খালেদা জিয়া নির্বাচনে আসার জন্য নির্বাচনের কথা বলেননি। শুধু নির্বাচন বানচাল করতে নির্বাচনের কথা বলেছেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের ওরফে সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় আদালতকে স্বাগ‍ত, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এদেশে যুদ্ধাপ‍রাধীদের কেশরও স্পর্শ করতে পারবে না এমন কথা স্মরণ করিয়ে যুদ্ধাপরাধীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার আমলে কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে থাকবে না।

অনুষ্ঠানে পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি মজিবুর রহমান শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাউসার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, ঢাকা সংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ওমর ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আরইউ/এইচআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।