ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সাকার মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় সিপিবি’র সন্তোষ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
সাকার মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় সিপিবি’র সন্তোষ

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষে সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এ কথা জ‍ানান।



বিজ্ঞপ্তিতে বলা হয়, সাকা চৌধুরী ৭১ সালের চট্টগ্রামসহ দেশের বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ হত্যার অন্যতম পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী। কুখ্যাত এই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ আদালত বহাল রাখায় যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া আরেক ধাপ এগিয়ে গেছে।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চসহ সারাদেশে তরুণ-যুব সমাজসহ দেশবাসী যে আন্দোলন গড়ে তুলেছে, জনতার সেই আন্দোলনের আবারও বিজয় অর্জিত হলো। এই বিজয় শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনসহ জনগণের দীর্ঘদিনের আন্দোলনের বিজয়।

সাকা চৌধুরীর ফাঁসীর আদেশ দ্রুত কার্যকর করার দাবিও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।