ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে যুবলীগের মাসব্যাপী কর্মসূচি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে যুবলীগের মাসব্যাপী কর্মসূচি

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকীতে যুবলীগ মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।

বুধবার (২৯ জুলাই) এ কর্মসূচি বিষয়ে জানানো হয়।



কর্মসূচির মধ্যে রয়েছে-
শোকাবহ আগস্টের প্রথম প্রহরে (৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন।

১ আগস্ট দুপুর ১২টায় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ।

৫ আগস্ট সকাল ১১টায় যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামালের জন্মদিনের আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

৮ আগস্ট যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের আলোচনা সভা।
 
১২ আগস্ট বিকেল ৩টায় মহানগর নাট্যমঞ্চ ‘জাতীয় শোক দিবস’র আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি।

১৫ আগস্ট ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ও টুঙ্গীপাড়ায় এবং বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও ফাতেহা পাঠ।

১৯ আগস্ট বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

২০ আগস্ট বিকাল ৩টায়  শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম’ গ্রন্থের সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন। প্রধান অতিথি শিল্পমন্ত্রী ও উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

২১ আগস্ট রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা দিবসে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিকেল ৪টায় শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।