ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ-যুবলীগের সংঘর্ষ, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ-যুবলীগের সংঘর্ষ, আহত ১০ ছবি: প্রতীকী

সিলেট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের মদিনা মার্কেট কালিবাড়ী এলাকায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।



বুধবার (২৯ জুলাই) রাত ১০টা থেকে ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ চলে।

এ সময় একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৫ জনকে।

তারা হলেন, শিমুল, আরমান, সুজিত, ওয়াসিম ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাগর নামের যুবলীগের সুজেল-সাহেদ গ্রুপের এক কর্মীকে ছিনতাইকারী সাজিয়ে মারধর করে স্বেচ্ছাসেবক লীগের ইমরান-গুলজার গ্রুপের কর্মীরা। এ নিয়ে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫-২০ রাউন্ড গুলি বিনিময় হয়।

এ ঘটনায় রুবেল, শাওন ও সোহাগ নামের ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬৫ রাউন্ড শটগানের গুলি ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫/আপডেট: ২৩৫২ ঘণ্টা
এনইউ/এএএন/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ