ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বোমার সরঞ্জামসহ শিবির নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
বোমার সরঞ্জামসহ শিবির নেতা আটক

ঢাকা: বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ওয়ার্ড পর্যায়ের শিবিরের থানা সেক্রেটারি মোহাম্মদ ইমরান ইসলামকে (২২) হাতেনাতে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় খিলক্ষেত থানায় গুলশান জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) এস এম মোস্তাক আহমেদ খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানার পুলিশের একটি টিম বুধবার (২৯ জুলাই) রাতভর অভিযান চালিয়ে খিলক্ষেত নামাপাড়া ক/২১২ নম্বর বাসা থেকে তাকে বিস্ফোরকসহ হাতেনাতে আটক করা হয়।
 
এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এরমধ্যে ৭০টি চকলেট বোমা, দেড় কেজি গন্ধক, গান পাউডার দেড় কেজি, ছয় কেজি সাদা ছোট পাথরসহ বিভিন্ন লোহার তার কাটা, ১টি ভাঙ্গা ল্যাপটপ, ইসলামী নেতৃত্ব ও ছাত্রশিবিরের বই এবং ছাত্রশিবিরের চাঁদা আদায়ের রশিদ বহি, ফরমসহ বিভিন্ন সভা মিছিলের ভিডিও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
 
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইমরান খিলক্ষেত থানার ওয়ার্ড পর্যায়ের ছাত্র শিবিরের সেক্রেটারি পদে রয়েছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটক এ শিবির নেতা তিতুমীর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।  
 
প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তারা কোনো নাশকতার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন। তবে তার সঙ্গে আরও কয়েকজন কর্মী ছিলেন। আমরা তাদের আটকের জন্য অভিযান পরিচালনা করছি।   
 
বিএনপি’র স্থানী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়কে কেন্দ্র করে তাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমরা পাইনি।
 
আটক এ শিবির নেতার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এনএ/এসজেএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ