ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
বগুড়ায় জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার

বগুড়া: বগুড়ার শেরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন জামায়াতের আমির জহির রায়হান তুফানিসহ জামায়াতের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর পর্যন্ত পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে দুপুর আড়াইটার দিকে তাদের আদালতে পাঠানো হয়।
 
গ্রেফতার হওয়ারা হলেন, উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন জামায়াতের আমির খন্দকারটোলা গ্রামের জহির রায়হান তুফানি (৫৫), একই গ্রামের রতন হোসেন (২২), খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের আলমগীর হোসেন (৩৮), বিশালপুর ইউনিয়নের পানিসারা গ্রামের জেল হক (৪৫), খানপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের জাহিদুল ইসলাম (১৯), পৌরশহরের হাসপাতাল রোড এলাকার আসাদুজ্জামান (২১) ও খন্দকারপাড়ার সুজন ইসলাম (২০)।
 
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়াদের মধ্যে জহির রায়হান, জেলহক ও আলমগীর একাধিক নাশকতা  মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া অপর চারজনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এমবিএইচ/আইএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ