ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

শোক বইয়ে স্বাক্ষর ঐক্য ন্যাপ নেতাদেরা

রাজনীতি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
শোক বইয়ে স্বাক্ষর ঐক্য ন্যাপ নেতাদেরা

ঢাকা: ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যুতে রাজধানীর গুলশানে ভারতীয় দূতাবাসে এক শোক বইয়ে স্বাক্ষর করেছেন ঐক্য ন্যাপের নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঐক্য ন্যাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেকসহ দলের অন্য নেতারা পরমাণু বিজ্ঞানী এপিজে আবদুল কালামের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তারা সদ্য প্রয়াত এই বিজ্ঞানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

একই সঙ্গে ভারত সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনাও জানান তারা।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় শিলংয়ে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এপিজে আবদুল কালাম। ১৯৩১ সালের ১৫ অক্টোবর রামেশ্বরামে এক দরিদ্র পরিবারে জন্ম নেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ