ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের দু’পক্ষে সংঘর্ষ, আহত ৬

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের দু’পক্ষে সংঘর্ষ, আহত ৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবহন থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকলীগের দু’পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।



বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে- হারেজ মিয়া, নুরু মিয়া, সালমা আক্তার, জাকির হোসেনের নাম জানা গেছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোড এলাকার লেগুনা স্ট্যান্ডে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলা নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা হারেজ মিয়ার সঙ্গে অপর নেতা ইকবালের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দেড় মাস আগেও তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে লেগুনা স্ট্যান্ডে চাঁদার টাকা তোলা নিয়ে ফের তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছয় জন আহত হন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত/ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ