ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র পরিষদের সভাপতিসহ ৫ নেতা পুলিশ হেফাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
ছাত্র পরিষদের সভাপতিসহ ৫ নেতা পুলিশ হেফাজতে

বরগুনা: বরগুনায় ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী তৌফিক এনাম, সম্পাদক আল-আমিনসহ পাঁচ কেন্দ্রীয় নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ জুলাই) বরগুনা সরকারি কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের সদস্য ফরম বিতরণের সময় ছাত্রলীগ ও শিক্ষার্থীরা তাদের আটক করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে নিয়ে আসে।

পরে, খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটক অন্যরা হলেন- ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম সোলায়মান, প্রচার সম্পাদক তুহিন ও কেন্দ্রীয় সদস্য আল-আমিন।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা বাংলাদেশ প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা বলে জানায়। দলীয় সফরে তারা বরগুনা আসে।

এ ব্যাপারে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সরকারি কলেজের উপাধ্যাক্ষ আবদুস সালাম বিষয়টি তাকে অবগত করেন। খবর পেয়ে তিনি পাঁচজনকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।

তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে ঢাকায় অবস্থানরত কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, সদস্য ফরম বিতরণের সময়  পাঁচ ছাত্ররা আটক করেছে বলে শুনেছি।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ