ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় চরমোনাই পীরের জনসভা শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
খুলনায় চরমোনাই পীরের জনসভা শুক্রবার

খুলনা: খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভা হতে যাচ্ছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হবে।



ইসলামী আন্দোলন খুলনা মহানগর সভাপতি অধ্যÿ মাওলানা মোজ্জাম্মিল হকের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের কেন্দ্রীয় আমীর ও চরমোনাই পীর মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মহানগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিন বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর পুনরায় গ্রেফতার ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীকে গ্রেফতারের দাবিতে এ জনসভা হবে। জনসভায় খুলনাবাসীকে দলমত নির্বিশেষে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময় : ২০৫৬ ঘন্টা, জুলাই ৩০, ২০১৫
এমআরএম/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ