ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

রেলমন্ত্রী সুস্থ, ফিরবেন মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
রেলমন্ত্রী সুস্থ, ফিরবেন মঙ্গলবার রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক

ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসাধীন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এখন সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার (০৩ আগস্ট) স্ত্রীসহ তার দেশে ফেরার কথা রয়েছে।


 
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিঙ্গাপুরে মন্ত্রীর সঙ্গে থাকা তার একান্ত সচিব কিবরিয়া মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, স্যার (রেলমন্ত্রী) এখন মোটামুটি সুস্থ। মঙ্গলবার একটি চেকআপের পরই দেশে ফিরবেন।
 
কিবরিয়া ছাড়াও রেলমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন তার স্ত্রী হনুফা আক্তার।

আলসারজনিত সমস্যা থাকায় গত ১৭ জুলাই রাত ১০টার দিকে কুমিল্লার কান্দিরপারে দলীয় কার্যালয়ে মুজিবুল হক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় মুন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ওইদিন রাত ২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
 
সিএমএইচ-এ জরুরিভাবে মন্ত্রীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনোরকম উন্নতি না হওয়ায় মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেয়।

ওইদিন ভোর রাতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে রেলমন্ত্রীকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর মন্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
 
জানা গেছে, মঙ্গলবার দেশে ফিরলে তিনি বুধ বা বৃহস্পতিবার রেলভবনে অফিস করতে পারেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
এডিএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ