ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সাবেক পানিসম্পদ মন্ত্রীর মৃত্যুবার্ষিকী শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
সাবেক পানিসম্পদ মন্ত্রীর মৃত্যুবার্ষিকী শনিবার এল কে সিদ্দিকী

ঢাকা: বিশিষ্ট সমাজসেবী, সাবেক পানিসম্পদমন্ত্রী ও রোটারি গভর্নর ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী ১ আগষ্ট শনিবার।

এ উপলক্ষে শনিবার বিকেল ৪টায় চট্টগ্রামের শহীদ সাইফুদ্দিন খালেদ সড়কে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


 
শুক্রবার (৩১ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্মরণসভা ও দোয়া মাহফিলে এল কে সিদ্দিকীর আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ীসহ সবাইকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

২০১৪ সালের ১ আগস্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ