ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বন্যার্তদের পাশে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
বন্যার্তদের পাশে বিএনপি

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ফেনীর ফুলগাজীতে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার সঙ্গে রয়েছেন সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।


 
দলীয় সূত্রে জানা যায়, চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্য দিয়ে শুক্রবার (৩১ জুলাই) সকালে নজরুল ইসলাম খান ও রেহেনা আক্তার রানুকে ফেনীর ফুলগাজীতে পাঠান খালেদা জিয়া।
 
সেখানে বন্যাকবলিত দরিদ্র মানুষের মধ্যে পণ্যগুলো বিতরণ করবেন তারা। পাশাপাশি ওইসব এলাকায় আরো ত্রাণ সামগ্রী পাঠানোর প্রয়োজন কী-না, সে বিষয়টিও খতিয়ে দেখবেন। এছাড়া স্থানীয় বিএনপির বিত্তবান নেতাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেবেন।
 
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রেহেনা আক্তার রানু বাংলানিউজকে জানান, খালেদা জিয়ার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে ফেনীর ফুলগাজী যাচ্ছি। বন্যার্তদের প্রত্যেকের জন্য পাঁচ কেজি করে চাল, সয়াবিন তেল, ডাল, লবণসহ আরো কয়েকটি প্রয়োজনীয় পণ্য রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দেশের বন্যাকবলিত এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করবে বিএনপি। প্রথম ধাপে খালেদা জিয়ার নিজ এলাকা ফেনীর ফুলগাজীতে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এরপর দেশের অন্যান্য বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পাঠাবেন খালেদা জিয়া।
 
এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির স্থানীয় বিএনপিকে নির্দেশ দেওয়া হয়েছে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর। এসব দুর্গম এলাকায় ঢাকা থেকে ত্রাণ পাঠানো সম্ভব না হলে, খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী স্থানীয় নেতারাই ত্রাণ বিতরণের ব্যবস্থা করবেন বলে জানা গেছে।
 
এ প্রসঙ্গে নরুজল ইসলাম খান বাংলানিউজকে বলেন, বন্যায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ঢাকা থেকে ত্রাণ নিয়ে হয়তো সব জায়াগা যাওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ করবেন। খালেদা জিয়ার পক্ষ থেকে এমন নির্দেশনা সব জায়গায় পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
এজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ