ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

মসজিদের খাদেম হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
মসজিদের খাদেম হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা: রাজধানীর ধানমণ্ডির ঈদগাহ মসজিদের খাদেম দুলাল গাজী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

শুক্রবার (৩১ জুলাই) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, ঈদগাহ মসজিদের ইমামের বিশ্রামকক্ষে খাদেম দুলাল গাজীকে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আবারও প্রমাণিত হলো দেশে জানমালের নিরাপত্তা নেই।

সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ বলেও দাবি করে দলটি।

ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ৈছে জামায়াত।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুলাই ৩১,২০১৫
এলকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ