ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
সিলেটে ছাত্রলীগের আনন্দ মিছিল

সিলেট: নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রলীগ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পৃথক পৃথক মিছিল বের করে সংগঠনটি।

মিছিল দুটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

মহানগর ছাত্রলীগের মিছিল নগরীর সুবিদবাজার থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পিযুষ কান্তি দে, যুবলীগের সদস্য সাহেদ আহমদ, মহানগর যুবলীগ নেতা বাবলা চৌধুরী, সুমন রায় তালুকদার, তোফাহেল আহমদ, শাহাদাত খান দবির প্রমুখ।

অপরদিকে, বিকেলে নগরীর তেলিহাওর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সামাদের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি তালতলা ভিআইপি সড়ক ও জিন্দাবাজারে হয়ে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘন্টা, জুলাই ৩১, ২০১৫
এনইউ/কেএইচ




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ