ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জ ছাত্রলীগের নবগঠিত কমিটি থেকে ৬৭ জনের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
মানিকগঞ্জ ছাত্রলীগের নবগঠিত কমিটি থেকে ৬৭ জনের পদত্যাগ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম সোহা ও সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, এবং ছাত্রলীগের ইতিহাস বিনষ্টকারীর অভিযোগ এনে নব গঠিত জেলা ছাত্রলীগের কমিটি থেকে ৬৭ জন পদত্যাগ করেছেন।

পদত্যাগের কপি শুক্রবার (৩১ জুলাই) রাতে মানিকগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের হাতে আসে।



তবে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দাবি ভয়ভীতি দেখিয়ে অনেককেই পদত্যাগে বাধ্য করা হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন শ্রমীক লীগের সভাপতি বাবুল সরকার ও যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক খান।

এমনকি নেতাকর্মীদের পরিবারের সদস্যদেরকেও ভয়ভীতি, বাড়িঘরে আগুন দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের তিন দিন পর সভাপতি পদে সাদিকুল ইসলাম এবং সম্পাদক সাধারণ পদে এনামুল হক রুবেলের নাম ঘোষণা করা হয়।

২৩ জুলাই জেলা ছাত্রলীগের ১৫৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
 
২৩ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম সোহা এবং সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের বহিষ্কার চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীসহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলার সিনিয়র নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ করেন।

এর পর থেকেই জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এক গ্রুপে আর কাঙ্খিত পদ না পাওয়া নেতাকর্মীরা আরেক গ্রুপে বিভক্ত হয়ে পড়েন।

এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একাধিক বার দুই গ্রুপের নেতাকর্মীরা প্রতিপক্ষের গ্রুপের হাতে মারধরের শিকার হন।

অপরদিকে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছেন, ছাত্রলীগের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে গত ২৭ জুলাই জেলা ছাত্রলীগের আয়োজিত মিছিলে হামলা এবং জেলা ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলাম সোহার বাড়িতে হামলার ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগ কমিটির বিভিন্ন পদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকির পাশাপাশি মামলার ভয় দেখিয়ে তাদের পদত্যাগে বাধ্য করছেন।

পদত্যাগের কপিতে সহ-সভাপতি আব্দুল্লা আল মামুন, জামিল খান,  শরীফুল ইসলাম, আসাদুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম,  মেহফুজ হাসান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ফিরোজ, হাসানুল জনী, সহ-সম্পাদক তাপস সাহা, সাজেদুল ইসলাম, সাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক শাহিন মির্জা, অর্থ সম্পাদক জুবায়ের মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষসহ ৬৭ জনের স্বাক্ষর রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ