ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ধীরেন্দ্রনাথ সাহার মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
ধীরেন্দ্রনাথ সাহার মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি দীপংকর সাহা দিপুর পিতা শ্রী ধীরেন্দ্রনাথ সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
 
শনিবার (০১ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ শোক প্রকাশ প্রকাশ করেন।


 
এছাড়াও ধীরেন্দ্রনাথ সাহার মৃত্যুতে জাতীয় কৃষক সমিতি, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী ও নারী মুক্তি সংসদও গভীর শোক প্রকাশ করেছে।

শুক্রবার দিনগত রাত পৌনে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনায় নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এলকে/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ