ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

আন্তঃ নদী সংযোগে বিপর্যয়ে পড়বে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
আন্তঃ নদী সংযোগে বিপর্যয়ে পড়বে বাংলাদেশ ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকাঃ ভারতের আন্তঃনদী সংযোগ মহা প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে নিপতিত হবে বলে জানিয়েছে এনডিএফ (ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট)।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন এনডিএফের মহাসচিব আলমগীর মজুমদার।

তিনি বলেন, বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত ৫৭টি ছোট বড় আন্তর্জাতিক নদী রয়েছে। ভারত বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত ৫৪টি নদীর মুখ ঘিরে আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন  করতে যাচ্ছে।   এর মাধ্যমে বাংলাদেশ থেকে এসব নদীর পানি প্রত্যাহার করে নেবে তারা। পাশাপাশি শুকনো মওসুমে বন্ধ করে দেবে ব্রহ্মপুত্রের পানি প্রবাহ। বাংলাদেশের ৭০ ভাগ পানির উৎসই এই ব্রহ্মপুত্র। তাই এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষ বিপদে পড়বে।

সেমিনারে আরো জানানো হয়, বাংলাদেশকে মাত্র ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রদানের আশ্বাসের  ব্রহ্মপুত্রের মুখে একাধিক ড্যাম ও ব্যারেজ  নির্মাণের পায়তারা করছে ভারত।

এই নদকে ঘিরে ১২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা চলছে। এর মাধ্যমে ৩৩টি রিজার্ভারের মাধ্যমে ৫০ লাখ কিউসেক পানি প্রবাহ থেকে বাংলাদেশকে বঞ্চিত করতে সমর্থ হবে তারা।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ