ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে ভালো হওয়ার পরামর্শ আইনমন্ত্রীর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
খালেদা জিয়াকে ভালো হওয়ার পরামর্শ আইনমন্ত্রীর আইনমন্ত্রী আনিসুল হক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, রক্ত দিয়ে আনা এ বাংলাদেশ আমরা রক্ত দিয়েই গড়ব।

এ বাংলাদেশ থাকবেই। কোনো ষড়যন্ত্রই বাংলাদেশকে পিছিয়ে রাখতে পারবে না। আপনি ভালো হয়ে যান।

মন্ত্রী বলেন, এ দেশে থাকতে হলে আপনাকে ভালো হতে হবে। নইলে এ দেশ ছেড়ে পাকিস্তানে চলে যান।

শনিবার (০১ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, অচিরেই খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এ দেশের জনগণ তার বিচার সুনিশ্চিত করবে।

শ্রমিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ছিল ১৮০০ টাকা। বর্তমান সরকার মালিকদের সঙ্গে আলোচনা করে এটাকে ৫৩০০ তে উত্তীর্ণ করেছে। এখন নারী শ্রমিক মাতৃত্বকালীন ছুটি ও ভাতা পায়। শ্রমিকদের কল্যাণে ফান্ড করা হয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা বাংলার জনগণের অধিকার রক্ষা করছেন, আইনের শাসন সুদৃঢ় করেছেন। আপনারা পাশে থেকে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবেন। তাহলে এ দেশ এগিয়ে যাবে।

মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক মুক্তমঞ্চে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা রাশেদুল কায়সার জীবন, আবুল কাশেম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, মো. মুরাদ হোসেন, পিয়ারা আক্তার পিওনা, মো. আবু কাউছার প্রমুখ।
 
সমাবেশের আগে মন্ত্রীর বাবার নামে আখাউড়া পৌরসভায় নির্মিত মুক্তমঞ্চটি উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ