ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

‘হাতি মরাও যা, তাজাও তাই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
‘হাতি মরাও যা, তাজাও তাই’ ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খুব কাছ থেকে দলের চেয়ারপারসনকে দেখার আবেগ ধরে রাখতে না পেরে খালেদা জিয়াকে একেবারে ‘হাতি’ বানিয়ে ছাড়লেন রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এরশাদ আলী।
 
ঘটনাটি ঘটেছে শনিবার (০১ আগস্ট) রাতে গুলশান কার্যালয়ে খোদ খালেদা জিয়ার সামনেই।


 
এদিন রাজশাহী আইনজীবী সমিতির নবনির্বাচিত প্রতিনিধি ও রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারপারসন সাবেক (তিনবার) প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
রাত ৯টার দিকে শুরু হওয়া ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এরশাদ আলী বারবার দলের চেয়ারপাসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করছিলেন।
 
দলের এই তৃণমূল নেতা একই ভুল বার বার করায় বিব্রত হচ্ছিলেন খালেদা জিয়া। এ সময় উপস্থিত নেতা-কর্মীদের কেউ কেউ মুচকি হাসছিলেন।
 
উপায়ন্ত না দেখে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উচ্চস্বরেই এরশাদ আলীর ভুল সংশোধন করে দিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী না, সাবেক প্রধানমন্ত্রী বলেন’।
 
কিন্তু সহকর্মীর এ পরামর্শ উপেক্ষা করে এরশাদ আলি বলে ওঠেন, ‘হাতি মরাও যা, তাজাও তাই’।
 
এতে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে হাসির রোল পড়ে যায়। খালেদা জিয়াকেও এ সময় মুচকি হাসতে দেখা যায়।

পরে অবশ্য তৃণমূল নেতারা বলতে থাকেন, অনেক চেষ্টা তদবির করেও আমরা ম্যাডামের দেখা-সাক্ষাতের সুযোগ পাই না। তাই দেখা করার সুযোগ বা তার সামনে কথা বলার সুযোগ পেলে আবেগ তাড়িত হয়ে পড়ি। সঙ্গত কারণেই কথাগুলো এলোমেলো হয়ে যায়।
 
বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
এজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ