ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

প্রতিবন্ধীদের মূল্যায়ন করতে আইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
প্রতিবন্ধীদের মূল্যায়ন করতে আইন ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিবন্ধীদের মূল্যায়ন করতে আইন তৈরি করা দরকার বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চন্নু।

রোববার (০২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘কর্মক্ষেত্রে প্রতিবন্ধীবান্ধব নীতিমালা তৈরি’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।



সেমিনারটি আয়োজন করে `প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ’ নামে একটি সংগঠন।

তিনি বলেন, অন্যান্য বিষয়ের মতো মানসিক দৃষ্টিভঙ্গি ফেরাতে প্রতিবন্ধীদের জন্য আইন তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সংগঠনটির সভাপতি আকলিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সংগঠনটির সাধারণ সম্প‍াদক সাজেদা আক্তার, প্রতিবন্ধী বিশেষজ্ঞ ড. আনিসুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
এজেডকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ