ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
 
রোববার (২ আগস্ট) বেলা সাড়ে বারোটার দিকে গুলশান-২ এ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।


 
মাববন্ধনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন,পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে স্বাধীন জাতি বাঙালিকে পিতৃহীন করা হয়েছিল। বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিদের জিয়াউর রহমান পুনবার্সন করেছিলেন। একইসঙ্গে অবৈধভাবে ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না বলে আইন পাস করেছিলেন। কারণ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন জিয়াউর রহমান।

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরত দিতে রাষ্ট্রগুলোর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, একজন খুনিকে আপনাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া কখনও সমীচিন হবে না। এতে বাংলাদেশের মানুষ আপনাদের ওপর থেকে বিশ্বাস হারাবেন। তাই অবিলম্বে খুনিদের রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে নিন। তাদেরকে ফিরিয়ে দিয়ে আপনাদের উদারতার পরিচয় দিন।
 
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, মহানগর উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান, সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
আইএএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ