ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

আমান কারাগারে, আনোয়ারের জামিন, মিন্টুর শুনানি পরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
আমান কারাগারে, আনোয়ারের জামিন, মিন্টুর শুনানি পরে আমান উল্লাহ আমান, এম কে আনোয়ার ও আবদুল আউয়াল মিন্টু / ছবি: রাজীব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের ৭১টি মামলার মধ্যে ৫৬টিতে জামিনের আবেদন নামঞ্জুর ও ৭টিতে মঞ্জুর করেছেন আদালত। অন্য ৮টি মামলায় নথি না থাকায় জামিন শুনানি হয়নি।

তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিন পেয়েছেন ৭টির মধ্যে ৫টি মামলায়। তার বাকি ২ মামলা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ১টি মামলায় নথি না থাকায় শুনানি হয়নি।

রোববার (২ আগস্ট) সকালে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মোট ৭৯টি মামলায় ঢাকার সিএমএম, সিজেএম ও মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির ওই তিন নেতা। এর মধ্যে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পল্টন, শাহবাগ, মিরপুর ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানার ৭১টি মামলায় আমান, পল্টন, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানার ৭টি মামলায় এমকে আনোয়ার এবং পল্টন থানার ১টি মামলায় মিন্টু আত্মসমর্পণ করেন।

বিকেলে ১২টি ম্যাজিস্ট্রেট আদালতে আমানের ৬৫টি, এমকে আনোয়ারের ৭টি ও মিন্টুর ১টি মামলায় জামিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আমানের বাকি ৬টি মামলার জামিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে।

সিএমএম ও সিজেএম আদালত ৫০টি মামলায় জামিন দিলেও ৭টিতে দেননি আমানকে। অন্য ৬টিতে তিনি জামিন পেয়েছেন মহানগর দায়রা জজ আদালত থেকে। আমানের বাকি ৮টি, আনোয়ারের ২টি ও মিন্টুর ১টি মামলায় মহানগর দায়রা জজ আদালতের নথি প্রাপ্তি সাপেক্ষে এসব জামিন শুনানি নেওয়া হবে বলে জানিয়েছেন সিএমএম আদালত।

বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বাংলানিউজকে জানান, ঢাকা ও কুমিল্লায় আমানের বিরুদ্ধে মোট ৭৩টি, এম কে আনোয়ারের বিরুদ্ধে ৭টি ও মিন্টুর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। ওই ৮১ মামলার মধ্যে ৫২ মামলায় গত ২৭ জুলাই জামিন দিয়ে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আপিল বিভাগের নির্দেশে ঢাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া ৫০টি মামলায় ঢাকার সিএমএম, সিজেএম ও মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন তারা। জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে আমানের দুই মামলা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার।   মামলা দু’টিতে ওই জেলার আদালতে আত্মসমর্পণ করতে হবে তাকে।

ওই ৫০ মামলা ছাড়াও সর্বোচ্চ আদালতে জামিন পাননি এমন আরও ২৯ মামলায়ও তারা আদালতে আত্মসমর্পণ করেন। সব মিলিয়ে আমান ৭১টি, এমকে আনোয়ার ৭টি ও মিন্টু ১টি মামলায় আত্মসমর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
এমআই/এএসআর

** সোমবার আদালতে যাচ্ছেন খালেদা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ