ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি রিমান্ডে ছবি: প্রতীকী

জয়পুরহাট: জয়পুরহাট শহরে ১৪ দলের শান্তি সমাবেশে ককটেল বিস্ফোরণ মামলায় সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের ৫দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

রোববার দুপুরে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাজুল ইসলাম মিয়া জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।



আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি জয়পুরহাট শহরের মুক্তমঞ্চে ১৪ দলের শান্তি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রায় ২০ নেতাকর্মী আহত হলে আওয়ামী লীগ নেতার দায়েরকৃত মামলায় মোজাহার আলী প্রধান গত সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।

রোববার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তাজুল ইসলাম মিয়া জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।   

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ