ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

টেন্ডারবাজি ছেড়ে সমাজসেবা করতে বললেন ইনু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
টেন্ডারবাজি ছেড়ে সমাজসেবা করতে বললেন ইনু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টেন্ডারবাজি-চাদাবাজি বন্ধ করে সমাজসেবা ও দেশসেবায় নিয়োজিত হতে রাজনৈতিক দলের কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘প্রবীণ হাসপাতাল লটারি-২০১৫’ এর টিকিট বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান।

হাসানুল হক ইনু বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক কর্মীরা নেতার তল্পিবহন ও টেন্ডারবাজি-চাদাবাজি নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু একজন রাজনৈতিক কর্মীর কাজ হলো সমাজসেবা। আল্লাহর ওয়াস্তে টেন্ডারবাজি-চাদাবাজি বন্ধ করে নিজেদের সমাজসেবা-দেশসেবায় নিয়োজিত করুন।

তথ্যমন্ত্রী বয়স্কদের দেশের সম্পদ আখ্যা দিয়ে বলেন, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারি। তাদের হাতেই আমরা বড় হয়েছি। তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে,  এটা ভুলে গেলে চলবে না।

বিএনপি প্রধান খালেদা জিয়ার সমালোচনা করে হাসানুল হক ইনু বলেন, তিনি না বোঝেন যুবা, না বৃদ্ধ। তিনি শুধু বোঝেন তার পরিবার ও ছেলের কথা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য তিনি দরদ-ভালোবাসা অনুভব করেন। তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রসূতি ভাতা সহ নানা ভাতার ব্যবস্থা করেছেন। অভিভাবকদের জন্য সন্তানেরা যেন দায়িত্ব পালনে বাধ্য হয়, এজন্যও তিনি আইন প্রণয়ন করেছেন।

স্বাস্থ্যসেবা, আবাসনসহ সব ক্ষেত্রে বৃদ্ধদের জন্য বিশেষ অগ্রাধিকার ব্যবস্থা চালু করার ও আশ্বাস দেন মন্ত্রী।

‘প্রবীণ হাসপাতাল লটারি-২০১৫’ পরিচালনা কমিটির সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. এ এস এম আতিকুর রহমান, জি এন আর আবুল বাশার প্রমুখ।

লটারির টিকিট ২ আগস্ট থেকে শুরু করে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হবে। ড্র হবে ২৪ সেপ্টেম্বর। লটারি থেকে প্রাপ্ত অর্থ প্রবীণ হাসপাতালের উন্নয়নে ব্যয় করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
এইচআর/এজেডকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ